Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

জেলা সমবায় কার্যালয়, সিরাজগঞ্জ এর তথ্য বাতায়নে আপনাকে স্বাগতম।  জেলা সমবায় কার্যালয়, সিরাজগঞ্জ এর তথ্য বাতায়নে আপনাকে স্বাগতম। জেলা সমবায় কার্যালয়, সিরাজগঞ্জ এর তথ্য বাতায়নে আপনাকে স্বাগতম।

সমবায়ের যাদুষ্পর্শে সোনার বাংলাদেশ বিনির্মাণে মূ্ল্যবোধের চর্চা ও সামবায় ভিত্তিক সমাজ গঠন করে আর্থ-সামাজিক উন্নয়ন নিশ্চিত করি- জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ***  রূপকল্প:  টেকসই সমবায়, টেকসই উন্নয়ন ***   অভিলক্ষ্য :  সমবায়ীদের সক্ষমতা বৃদ্ধি এবং উদ্দ্যোক্তা সৃষ্টির মাধ্যমে কৃষি, অকৃষি, আর্থিক, ও সেবা খাতে টেকসই সমবায় গড়ে তোলা।


শিরোনাম
২৯ টি ক্যাটাগরীতে প্রাথমিক সমবায় সমিতির রেজিষ্ট্রেশন প্রদান করা হয়।
বিস্তারিত

২৯ টি ক্যাটাগরীতে প্রাথমিক সমবায় সমিতির রেজিষ্ট্রেশন প্রদান করা হয়। সমিতির সাংগাঠনিক কাগজপত্র সহ ৩০০/-(তিনশত) টাকার (ক্ষেত্র বিশেষ) ট্রেজারী চালান সহ ০৩(তিন) প্রস্ত উপ-আইন, সকল সদস্যদের ভোটার আইডি কার্ডের ফটোকপি ও অন্যান্য তথ্যাদি উপজেলা সমবায় অফিসারে মাধ্যমে জেলা সমবায় অফিসার বরাবর প্রেরণ করতে হবে। কেন্দ্রীয় সমিতির ক্ষেত্রে যুগ্ম-নিবন্ধক, রাজশাহী মহোদয় বরাবর প্রেরণ করতে হবে।


ডাউনলোড
৫২তম  জাতীয় সমবায়  দিবস- ৫২তম  জাতীয় সমবায়  দিবস-  ৫২তম  জাতীয় সমবায়  দিবস
 


সমবায় গড়ুন, সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়তে অংশীদার হোন