Wellcome to National Portal
Main Comtent Skiped
Welcome to District Cooperative Office, Sirajganj.

Title
শুনানীতে উপস্থিত হওয়া প্রসংগে।
Details

তাড়াশ উপজেলা মৎস্যজীবি সমবায় সমিতি লিঃ, নিবন্ধন নং- ২৪৯, তারিখ- ২৭/০৯/২০১০খ্রি.-এর আগামী ২০/১১/২০২২খ্রি. তারিখে অনুষ্ঠিতব্য নির্বাচনে চুড়ান্ত ভোটার তালিকা সংশোধন প্রসংগে মোঃ জাকারিয়া মল্লিক, সভাপতি, অন্তর্বর্তী ব্যবস্থাপনা কমিটি, তাড়াশ উপজেলা মৎস্যজীবী সমবায় সমিতি লিঃ ও সহকারী পরিদর্শক, উপজেলা সমবায় কার্যালয়, তাড়াশ, সিরাজগঞ্জ; মোঃ শাজাহান আলী, (সদস্য নং-০১), সদস্য,অন্তর্বর্তী ব্যবস্থাপনা কমিটি, তাড়াশ উপজেলা মৎস্যজীবী সমবায় সমিতি লিঃ ও মোঃ জয়নুল আবেদিন, (সদস্য নং-১৩), সদস্য, অন্তর্বর্তী ব্যবস্থাপনা কমিটি, তাড়াশ উপজেলা মৎস্যজীবী সমবায় সমিতি লিঃ -কে  বিবাদী করে জেলা সমবায় কর্মকর্তা, সিরাজগঞ্জ-এর নিকট ডিসপুট মামলা দায়ের করেন। দায়েরকৃত ডিসপুট মামলার উপর আগামী ১৩/১১/২০২২খ্রি. তারিখ রোজ রবিবার সকাল ১০.০০ ঘটিকার সময় নিম্নস্বাক্ষরকারীর কার্যালয়ে শুনানী গ্রহণ করা হবে। এ প্রেক্ষিতে উভয়পক্ষকে আত্মপক্ষ সমর্থনে নিজ নিজ বক্তব্য উপস্থাপনের জন্য লিখিত বক্তব্যের পাশাপাশি প্রয়োজনীয় যাবতীয় প্রমাণাদিসহ যথাসময়ে উপস্থিত হয়ে শুনানীতে সহযোগিতা করার জন্য বলা হলো। উল্লেখ্য, শুনানীকালে কোন পক্ষ উপস্থিত হতে ব্যর্থ হলে একতরফা ভাবে শুনানী গ্রহণ করে রায় ঘোষনা করা হবে মর্মে অবহিত করা হলো।

Attachments
Publish Date
13/11/2022
Archieve Date
30/11/2022

সমবায় গড়ুন, সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়তে অংশীদার হোন