Wellcome to National Portal
Main Comtent Skiped
Welcome to District Cooperative Office, Sirajganj.

Title
জেলা সমবায় কার্যালয়, সিরাজগঞ্জ ও সকল উপজেলা সমবায় কার্যালয়সমুহের কর্মরত কর্মকর্তা/কর্মচারীগনের “ওয়েব পোর্টাল” বিষয়ক প্রশিক্ষণে অংশগ্রহণের জন্য মনোনয়ন প্রসঙ্গে।
Details
স্মারক নম্বর: ৪৭.৬১.৮৮০০.০০০.১৮.০০৬.১২.৬৮
তারিখ: ২ মাঘ ১৪২৭
১৬ জানুয়ারি ২০২১
বিষয়:
জেলা সমবায় কার্যালয়, সিরাজগঞ্জ ও সকল উপজেলা সমবায় কার্যালয়সমুহের কর্মরত কর্মকর্তা/কর্মচারীগনের “ওয়েব পোর্টাল” বিষয়ক প্রশিক্ষণে অংশগ্রহণের জন্য মনোনয়ন প্রসঙ্গে।
উপর্যুক্ত বিষয়ের আলোকে নির্দেশক্রমে জানানো যাচ্ছে যে, জেলা সমবায় কার্যালয়,সিরাজগঞ্জ ও সকল উপজেলা সমবায় কার্যালয়সমুহের কর্মরত কর্মকর্তা/কর্মচারীর সমন্বয়ে আগামী ২২/০১/২০২১খ্রি. তারিখে দিনব্যাপী অনুণ্ঠেয় “ওয়েব পোর্টাল” বিষয়ক প্রশিক্ষণে অংশগ্রহণের জন্য নিম্নবর্নিত কর্মকর্তা/কর্মচারীগনকে মনোনয়ন প্রদান করা হলো।
ক্রমিক নং নাম ও পদবী
(জৈষ্ঠ্যতার ভিত্তিতে নয়) 
কর্মস্থল
০১ ০২ ০৩
০১ জনাব দ্বীনবন্ধু মৃধা, উপজেলা সমবায় অফিসার উপজেলা সমবায় দপ্তর
কামারখন্দ,সিরাজগঞ্জ
০২ জনাব মোহসিনুজামান, জেলা অডিটর (কোর্স পরিচালক) জেলা সমবায় দপ্তর
সিরাজগঞ্জ
০৩ জনাব মোঃ মতিউর রহমান,পরিদর্শক জেলা সমবায় দপ্তর
সিরাজগঞ্জ
০৪ জনাব মোঃ রাজীবুল ইসলাম,পরিদর্শক জেলা সমবায় দপ্তর
সিরাজগঞ্জ
০৫ জনাব মোঃ জাহিদুল ইসলাম,সহকারী পরিদর্শক উপজেলা সমবায় দপ্তর
সিরাজগঞ্জ সদর,সিরাজগঞ্জ
০৬ জনাব জামিল আহমেদ,সহকারী পরিদর্শক উপজেলা সমবায় দপ্তর
উল্লাপাড়া,সিরাজগঞ্জ
০৭ জনাব মোঃ রেজাউল করিম,সহকারী পরিদর্শক উপজেলা সমবায় দপ্তর
চৌহালী, সিরাজগঞ্জ
০৮ জনাব মোঃ জয়নাল আবেদীন,অফিস সহকারি কাম-কম্পিউটার অপারেটর উপজেলা সমবায় দপ্তর
শাহজাদপুর,সিরাজগঞ্জ
০৯ জনাব মোঃ ফরিদ হোসেন,অফিস সহকারি কাম-কম্পিউটার অপারেটর উপজেলা সমবায় দপ্তর
তাড়াশ,সিরাজগঞ্জ
১০ জনাব মোঃ ফরিদুল ইসলাম,অফিস সহকারি কাম-কম্পিউটার অপারেটর উপজেলা সমবায় দপ্তর
রায়গঞ্জ,সিরাজগঞ্জ
১১ জনাব মোঃ শফিকুল ইসলাম, অফিস সহকারি কাম-কম্পিউটার অপারেটর উপজেলা সমবায় দপ্তর
বেলকুচি,সিরাজগঞ্জ
১২ জনাব মোঃ স্বপন মিয়া, অফিস সহকারি কাম-কম্পিউটার অপারেটর উপজেলা সমবায় দপ্তর
কাজিপুর,সিরাজগঞ্জ
 ০১. মনোনীত কর্মকর্তা/কর্মচারীগন আগামী ২১/০১/২০২১খ্রি. তারিখ সন্ধ্যায় ৫.০০ ঘটিকার মধ্যে আঞ্চলিক সমবায় ইন্সটিটিউট,নওগাঁয় উপস্থিত হওয়ার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
 ০২. মনোনীত কর্মকর্তা/কর্মচারীগনকে প্রশিক্ষণ চলাকালীন সময়ে স্বাস্থ্য মন্ত্রনালয় কর্তৃক জারীকৃত স্বাস্থ্যবিধি অনুসরণপূর্বক সম্পূর্ণ সময় মাস্ক পরিধান করতে হবে
signature১৬-১-২০২১
Attachments
Publish Date
18/01/2021
Archieve Date
28/02/2021

সমবায় গড়ুন, সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়তে অংশীদার হোন