Wellcome to National Portal
Main Comtent Skiped
Welcome to District Cooperative Office, Sirajganj.

Our Achievement

(২০২০ -২০২১ খ্রি. সন)

আমাদের অর্জন সমূহঃ

খাত সমূহ

আদায়

মন্তব্য

অডিট ফি

৪,৬৩,৫৪০/-

-

সি.ডি. এফ

৩,৪২,২৩১/-

-

নিবন্ধন ফি

১২০০/-

-

সমবায়ের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি

 

-

সমিতিগুলো নিজস্ব তহবিল হতে ক্ষুদ্র ঋণ খাতে বিনিয়োগ

 

-

 

পানি ব্যবস্থাপনার মাধ্যমে উৎপাদন বৃদ্ধিতে সমবায়

  • সিরাজগঞ্জ জেলায় এলজিইডি দপ্তরের ক্ষুদ্রাকার পানি সম্পদ ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় নির্মিত স্লুইসগেট, রাবার ড্যাম, খাল ও বাঁধগুলোর সাহয্যে খাল, নদী ও বিলের পানি সঠিক ব্যবস্থাপনা করে শুষ্ক মৌসুমে সেচের পানি সরবরাহ করে সিরাজগঞ্জ জেলায় বিগত দশ বছরে অনাবাদী জমি চাষাবাদের আওতায় এনে নিরব সবুজ বিপ্লব ঘটিয়েছে পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির সদস্যরা। সবজি ঘাটতির অঞ্চল হিসেবে পরিচিত তাড়াশ, উল্লাপাড়া, শাহজাদপুর, বেলকুচি উপজেলা এখন শীতকালীন সবজি উদ্বৃত্ত অঞ্চলে পরিণত হয়েছে।
  • এ জেলায় ১৬ টি পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি এ সবুজ বিপ্লবের গর্বিত অংশীদার।
  • সিরাজগঞ্জ জেলার হাওড়, নদী, বিলগুলো ইজারা নিয়ে এ জেলার মৎস্যজীবী সমবায়ীরা জলমহাল গুলোর উন্নয়নের পাশাপাশি স্বাদু পানির মাছের উৎপাদন বৃদ্ধি করে দেশের আমিষের চাহিদা মেটাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
  • এ জেলায় মোট ২৮৭ টি মৎস্যজীবী সমবায় সমিতি আছে। সমিতিগুলোর সদস্য সংখ্যা ১৬৪০০ জন।
  • জেলা সমবায় কার্যালয়, সিরাজগঞ্জ এর অধীনে একটি ভ্রাম্যমান প্রশিক্ষণ ইউনিট রয়েছে। এই ভ্রাম্যমান প্রশিক্ষণ ইউনিট বাৎসরিক ক্যালেন্ডার মোতাবেক  এ জেলার ০৯টি উপজেলায় নির্দিষ্ট লক্ষ্যমাত্রা মোতাবেক সমবায়ীদের বিভিন্ন বিষয় ভিত্তিক প্রশিক্ষণ প্রদান করে থাকে। 

 প্রশিক্ষণ

ভ্রাম্যমান প্রশিক্ষণ

৩১ টি

৭৭৫ জন

আঞ্চলিক সমবায় শিক্ষায়তন

কর্মকর্তা-৫টি

সমবায়ী- ১৭টি

কর্মকর্তা- ২০জন

সমবায়ী- ৬৮জন

বাংলাদেশ সমবায় একাডেমী, কোটবাড়ী, কুমিল্লা

কর্মকর্তা-৭টি

সমবায়ী- ০২টি

কর্মকর্তা- ০৮জন

সমবায়ী- ০৭জন

অভ্যান্তরীন প্রশিক্ষণ

০৩ টি

অফিস কর্মকর্তা/ কর্মচারী

 

সমবায় গড়ুন, সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়তে অংশীদার হোন